রায়পুরায় সাংবাদিককে গুলি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২০:৩৭
রায়পুরায় সাংবাদিককে গুলি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।


১৩ আগস্ট, মঙ্গলবার দুপুরে রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে।


আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র।


প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর লুটপাট, অগ্নিসংযোগ করছে রুবেল নামে একটি সন্ত্রাসী গ্রুপ। এ সংক্রান্ত খবর প্রকাশের জের ধরে ও এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের কারণে মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুল সহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে। এসময় সাংবাদিক মনির আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে পালিয়ে যায় রুবেল গ্রুপ।


এসময় আশেপাশের লোকজন চিৎকার শুরু করলে মনিরুজ্জামানকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন।


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম রয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/কামাল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com