
রাজধানীর গেন্ডারিয়া থানাধীন নারিন্দা বসুবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ আনিস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রিং (আংটি) ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি ৪০নং ওয়ার্ড বিএনপি'র সদস্য পদে ছিলেন বলে স্বজনরা জানান।
১৩ আগস্ট, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই আবিদ হোসেন জানান, আজ বিকেলের দিকে তিনি বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর কয়েকটি গুলির শব্দ পাই। আমরা বাসা থেকে বের হয়ে দেখি আমার ভাই মাটিতে ছটফট করছে, তখন দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, কারা আমার ভাইকে গুলি করেছে এ বিষয়ে আমরা কিছুই বলতে পারি না, তবে আমার ভাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিটিং মিছিলে যেত। আমাদের নিজ বাড়ি নারিন্দা বসু বাজার লেনের ৮নং দ্বিতীয় তালায়। আমরা গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করবো।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে, এ পর্যন্ত কোন পুলিশ আসেননি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]