
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাহাত মোল্লা (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিসান মোল্লা নামে আরও এক যুবক বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
১১ আগষ্ট, রবিবার রাত ৮ টার দিকে রাজবাড়ী- বালিয়াকান্দি সড়কের ইলিশখোল রেজাউল চেয়ারম্যানের ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত মোল্লা বালিয়াকান্দির সাত্তার মোল্লার ছেলে। সে ফরিদপুর সরকারি টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছরে ডিপ্লোমা শেষ করেছিল।
পরিবার সূত্রে জানা যায়, রাহাত মোল্লা বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর আবাসনে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। মোটরসাইকেলটি নিহত রাহাতের হলেও চালক ছিলেন জিসান মোল্লা। তবে রাহাত মোল্লা পিছনে বসে ছিলো।
স্থানীয়রা নিহত রাহাত মোল্লাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে চালক জিসান মোল্লা বালিয়াকান্দি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
বালিয়াকান্দি থানার এস আই মো: রাজিব হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর জেনেছি। তবে আমাদের কার্যক্রম এখনও পুরোপুরি চালু না হওয়ায় আমরা ঘটনাস্থলে যাইনি।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]