
দিনাজপুরের খানসামা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।
১১ আগস্ট, রবিবার বিকেলে খানসামা থানা চত্বর থেকে সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী ও থানা পুলিশের গাড়িসহ একটি বহর বের হয়ে পুরো উপজেলার প্রধান প্রধান হাট বাজার জুড়ে মহড়া দেয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, ওসি মোজাহারুল ইসলাম সহ বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, খানসামা থানা পুলিশের সদস্যরা কর্মস্থলে ফিরেছে। থানার সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি৷
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]