
গোপালগঞ্জে সেনা সদস্যদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সভা করেছে জেলা আওয়ামী লীগ।
রবিবার (১১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ে এক জরুরি সভায় মিলিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুজিবপ্রেমী জনতাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করার আহবান জানিয়েছেন।
তিনি বক্তব্যে বলেন, সেনাবাহিনীকে আমরা প্রতিপক্ষ না ভেবে তাদেরকে কাজ করতে সহায়তা করবো। গত শনিবার (১০ আগস্ট) গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তিনি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, এর পরেও যদি কোন নেতা বা কর্মী বিশৃংঙ্খলা সৃষ্টি করে তাহলে আওয়ামী লীগ তার দায়-দায়িত্ব নেবে না। সেই দায় তাকেই বহন করতে হবে।
তিনি জানান, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে এবছরও সেই ভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানও পালন করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্যত্যাগ ও দেশ ত্যাগের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এসময় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ৪ সেনা সদস্যসহ ১৫ জন আহত হয়। এসময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]