
গোপালগঞ্জে গতকাল শনিবার (১০ আগস্ট) বিক্ষোভের সময় লুট হওয়া আরেকটি অস্ত্র উদ্ধার হয়েছে।
১১ আগস্ট, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ কর্মসূচি থেকে ফেরার সময় জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রামের আকবর শিকদারের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে গোপীনাথপুরের রাস্তা থেকে অস্ত্রটি কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ির লোকজন জানতে পেরে অস্ত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।
সুমন খান আরও বলেন, আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রটি গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর একটি স্টেনগান ও গুলিভর্তি একটি ম্যাগাজিন। পরে এক পুলিশ সদস্য সেটি উদ্ধার করে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর কাছে জমা রাখেন। পরে সন্ধ্যায় সদর উপজেলার শরিফপাড়া পেট্রলপাম্পের সামনে থেকে কর্নেল সাফায়েতের কাছে অস্ত্রটি হস্তান্তর করা হয়।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]