
জামালপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, আগুন লাগিয়ে বের হওয়ার চেষ্টার ঘটনায় নিহত হয়েছে ৬ বন্দি, জেলারসহ ১৪ কারারক্ষী এবং ৫ কারাবন্দি আহত হয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে বন্দিরা জেলখানা ভেঙে বের হওয়ার চেষ্টা করলে কারারক্ষীরা গোলাগুলি শুরু করে।
মুহুর্মুহু গুলির শব্দে পাশেই জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত পর্যন্ত থেমে থেমে চলে গোলাগুলি। গোলাগুলির এক পর্যায়ে কারাগারের অভ্যন্তরে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় ৬ বন্দি নিহত এবং জেলার সহ ১৪ কারারক্ষী এবং ৫ কারাবন্দী আহত হয়েছে বলে জানিয়েছেন জেলার আবু ফাত্তাহ। পরিস্থিতি সমাল দিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে।
জামালপুর কারাগারে আট শতাধিক কয়েদি বন্দি রয়েছে।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]