জামালপুর জেলা কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১১:২৩
জামালপুর জেলা কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গতকাল বৃহস্পতিবার থেকে জামালপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ শুরু করেছিল। এসময় আসামিরা পালানোর চেষ্টার পাশাপাশি জেলখানার ভিতরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আশেপাশে থাকা পথচারীসহ স্থানীয়দের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যায়।


জেলা কারাগার থেকে টানা ১২ ঘণ্টা গুলির শব্দ পাওয়ার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কয়েদিদের সবাইকে নিজ নিজ সেলে ঢুকানো হয়েছে। তবে ঠিক কতজন নিহত বা আহত হয়েছে, সেটি জানাতে পারেনি জেল কর্তৃপক্ষ।


জেল কর্তৃপক্ষ জানায়, আসামিরা দুইভাগে বিভক্ত হয়। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। তারা দুই পক্ষ মারামারি শুরু করে। পরে ওই বিদ্রোহী গ্রুপ প্রথম গেট ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে। দ্বিতীয় গেট খুলে দেয়ার জন্য জেলার আবু ফাতাহসহ কারারক্ষীদের ওপর আক্রমণ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারারক্ষীদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন।


এ ঘটনায় রোকনুজ্জামান, সাদেক আলী ও জাহিদুল ইসলাম নামে তিন কারারক্ষী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত কারারক্ষীরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com