ছাত্রত্বের সনদ জমা দিলে আধা ঘণ্টার মধ্যে জামিন: চট্টগ্রাম জেলা পিপি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১৫:৪২
ছাত্রত্বের সনদ জমা দিলে আধা ঘণ্টার মধ্যে জামিন: চট্টগ্রাম জেলা পিপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটাবিরোধী আন্দোলনে আটককৃত ছাত্ররা যদি যথাযথ প্রমাণপত্র (ছাত্রত্বের সনদ) নিয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করে তাহলে আধা ঘণ্টার মধ্যে তাদের জামিনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।


শনিবার (৩ আগস্ট) দুপুরে জেলা পাবলিক প্রসিকিউটর নিজেই এ তথ্য জানিয়েছেন।


ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমরা ছাত্রদের দ্রুত জামিনের ব্যবস্থা করছি। এমনি এমনি তো জেল থেকে ছাড়া যাচ্ছে না। যথাযথ পদ্ধতিতে জামিন আবেদন করতে হবে। এরপর আদালতে ছাত্র হিসেবে প্রমাণ দেখাতে পারলে জামিন হবে। আমরা বিষয়টি আইনজীবীদের জানিয়েছি। আজ একটা মিটিংয়ে মাইকে ঘোষণা দিয়েছি। আমরা অপেক্ষায় আছি, আদালতও অপেক্ষায় আছেন। জামিনের পর তাদের জেল থেকে দ্রুত মুক্তির ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।


এর আগে শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com