চট্টগ্রামে সাঁজোয়াযানে ঢিল, পুলিশ বক্স ভাঙচুর
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১৮:৪১
চট্টগ্রামে সাঁজোয়াযানে ঢিল, পুলিশ বক্স ভাঙচুর
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের ওয়াসা মোড়ে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে কোটাবিরোধীরা। এ সময় সাঁজোয়া যানটি পেছনে সরে গেলে পুলিশ বক্সে ভাঙচুর করে তারা।


২ আগস্ট, শুক্রবার পৌনে ৪টায় এই ঘটনা ঘটে।


আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া কোটাবিরোধী আন্দোলনের মিছিলটি নিউমার্কেট, টাইগারপাস হয়ে জিইসি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় ওয়াসা মোড়ে ছাত্রলীগের একটা গ্রুপ অবস্থান করছিল। কোটাবিরোধীরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে বাগমনিরাম গলিতে ঢুকে যান। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান দেখে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন কোটাবিরোধীরা। পরে সেটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে সরে যায়। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করে কোটাবিরোধীরা।


২ আগস্ট, শুক্রবার জুমার পর বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন কোটাবিরোধীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান। সেখানে আধাঘণ্টা ধরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।


বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে কোটাবিরোধীরা আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি 'প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল'-এর ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নিয়েছেন।


আন্দোলনকে ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে পুলিশকে মিছিলে বাঁধা দিতে দেখা যায়নি।


পুলিশ বক্স ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহমেদ বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। তখন ভেতরে কোনো পুলিশ ছিল না, তাই কেউ হতাহত হয়নি। এ বিষয়ে মামলার হবে কিনা সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com