বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৭:৩৭
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ আয়োজন করা হয়েছে খাগড়াছড়িতে।


১ আগস্ট, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন শেষে ফোটোসেশন ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় আলোচনায় অংশ নেন অতিথিরা।


খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।


এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, টাস্কফোর্সে প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।


এছাড়াও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো.
বাছিরুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পাজেপ সদস্য এড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা প্রমুখ।


এতে প্রধান অতিথি বলেন, ক্ষুধা-দারিদ্র মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্নের ধারাবাহিক এদেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। এদেশকে বাসযোগ্য করতে সকলকে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে আহ্বান জানান তিনি।


মেলায় ২৫ টি স্টলের বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ ও ঔষধি গাছের প্রায় ১ হাজার চারার সম্ভার নিয়ে এতে অংশ নেন। পরে প্রধান অতিথিসহ অতিথিরা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com