নিহতদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের শোক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ২১:১৯
নিহতদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের শোক
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে ৩০ জুলাই, মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।


এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শোক পালনের অংশ হিসেবে ৩০ জুলাই, মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।


পরে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে। সারাদেশে সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর আলম সাজু, আলতাবুর রহমান কাজল, যুবলীগ সভাপতি আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এ সময় দলীয় নেতাকর্মীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত দেশে তাণ্ডবলীলা চালিয়েছে। তারা অনুপ্রবেশ করে বিএনপি-জামায়াত সরকার পতনের চেষ্টা করেছে। এই অপশক্তিকে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দরা।


বিবার্তা/পলাশ/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com