জোয়ারের ধাক্কায় বিলীন হচ্ছে কক্সবাজারের ঝাউবাগান
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১৬:১১
জোয়ারের ধাক্কায় বিলীন হচ্ছে কক্সবাজারের ঝাউবাগান
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাম্প্রতিক সময়ে সাগর উত্তাল হয়ে ওঠায় তীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান। বিশেষ করে গেলো কয়েকদিনের টানা বৃষ্টিপাত, লঘুচাপ ও ভরা পূর্ণিমার জোয়ার অব্যাহত থাকায় বেড়েই চলেছে ভাঙনের তীব্রতা।


এভাবে ভাঙ্গতে থাকলে হুমকির মুখে পড়বে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়িতে লাগোয়া ছোট-বড় স্থাপনা।


দ্রুত সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি স্থানীয় সচেতন মহল। স্থানীয়রা জানান, টানা বৃষ্টিপাত, পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের তীব্রতা বেড়েছে কয়েকগুন। যা স্বজোরে আঘাত করছে জিও ব্যাগে।


এসব জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রের পানি ঝাউবাগানে গিয়ে পড়ছে। ফলে মাটি নরম হয়ে একে একে নুইয়ে পড়ে ভেঙে যাচ্ছে ঝাউগাছগুলো। যার কারণে এখন হুমকির মুখে পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়িতে লাগোয়া ছোট-বড় স্থাপনা। দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না গেলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। স্থানীয়রা আর বলছেন, বর্ষাকাল এলে প্রতিবছরই ছোট বড় ভাঙন দেখা দেয়। এবারের ভাঙ্গন কিন্তু অন্যরকম।


সরেজমিনে দেখা গেছে, সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্টসহ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা-মোহাম্মদ সরওয়ার আলম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উত্তাল।


যার কারণে জোয়ারের পানির ধাক্কায় নাজিরার টেক, সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্টসহ কয়েক পয়েন্টে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ফলে সম্প্রতি সময়ে ১৫০শ' থেকে ২০০শ' বড় চারা এবং ১ হাজার থেকে ৪ হাজার ছোট চারা উপড়ে গেছে। তিনি আরও জানান, ভাঙন রোধে গাইড ওয়াল ও টেকসই বনায়ন করলে ভাঙ্গন রোধ হবে।


এদিকে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিথুন ওয়াদ্দাদার জানান, তীর ভাঙ্গন প্রতিরোধে ৬ কিলোমিটার এলাকাজুড়ে শীগ্রই অত্যাধুনিক ফ্লাড ওয়াল ও ব্লক নির্মাণ করা হবে। যার কাজ সম্পন্ন হলে যেমনি রক্ষা পাবে ঝাউবাগান তেমনি বেড়াতে আসা পর্যটকরাও ঘোরাফেরা করতে পারবেন স্বাচ্ছন্দ্যে।


উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় শহর থেকে টেকনাফ পর্যন্ত দৃষ্টিনন্দন ঝাউবন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার অনেকটাই এখন নষ্ট হয়ে গেছে।


বিবার্তা/ফরহাদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com