
ফটিকছড়ির ধলই ইউনিয়নের শাহজাহান শাহ মাজার গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মুছা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মো. মুছা (৫৫) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মো. হাফেজের ছেলে।
শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে টমটমের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন ছিল মো. মুছার ছেলে সায়েম। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মো. মুছার মৃত্যু হয়। এসময় আহত হয় ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]