
খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা জুনেল চাকমা নিহত হয়েছেন।
২৭ জুলাই, শনিবার সকালে উপজেলার কবাখালি ইউনিয়নে কাঙারীমা ছড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জুনেল চাকমা দীঘিনালা উপজেলার কবাখালী ৯নং ওয়ার্ডের শ্রী শংকর পাড়ার তত্ত কাঞ্চন চাকমার ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল। এ সময় প্রতিপক্ষের অতর্কিত গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ জেএসএসের (এম এন লারমা) কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক গণমাধ্যমকে বলেন, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকে হত্যার খবর পেয়েছি। আমরা মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।
বিবার্তা/আল-মামুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]