
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ জুলাই, শনিবার সকাল সাড়ে ৭টায় এ উপলক্ষ্যে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, আওয়ামী লীগ নেতা মুন্সী তৈয়েবুব আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর তুষার, দপ্তর সম্পাদক ওয়াহিদুল হক উজ্জল, মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার ঘোষসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিবার্তা/মিলু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]