দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার বিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৯:৪৮
দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার বিষয়ক কর্মশালা
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


২৫ জুলাই, বৃহস্পতিবার দুপুরে মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে কানাডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ এর সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র বাস্তবায়নে এ কর্মশালা হয়।


কর্মশালায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন, দুর্গাপুর সদর ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের আদিবাসী নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।


সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার উন্নয়নে আদিবাসী সংগঠনের সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায় উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর আদিবাসী ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা আলকাছ উদ্দিন মীর, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার।


কর্মশালায় আদিবাসী নেতারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। আমরা আমাদের অধিকার চাই। আমাদের জন্ম থেকে শিক্ষা ও কর্মজীবন প্রতিনিয়তই শিকার হতে হয় অস্বাভাবিক কিছু প্রতিবন্ধকতা ও হয়রানির, যা মানুষ হিসেবে চরম বেদনাদায়ক। আমরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি । আমাদের বঞ্চিত রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়। তাই অনুরোধ সরকারের কাছে আগে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে।


বিবার্তা/পলাশ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com