
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে থানায় মামলা দায়ের করায় আসামিপক্ষ ক্ষিপ্ত হয়ে ১২ জুলাই বাদীর বাড়ীতে হামলা চালিয়ে বৃদ্ধা মাসহ ২ জনকে পিটিয়ে আহত করেছে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নয়ন মিয়ার সাথে আব্দুর সাত্তার গংদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তার জের ধরে আ. সাত্তারের ছেলে মো. সোহেল মিয়া, ফারুক মিয়া, জেসমিন আক্তারসহ আরো কয়েকজন মৃত অসমত আলীর ছেলে নয়নের বাড়িতে হামলা চালায়। এ সময় লাল মিয়াকে পিটিয়ে আহতসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপরে নয়ন বাদী হয়ে গৌরীপুর থানায় ঐদিন সন্ধ্যায় একটি মামলা দায়ের করে। মামলা নং-০৭ তারিখ-১২/৭/২৪ইং।
দায়েরকৃত মামলার তদন্ত কর্মর্কতা ১২ জুলাই সরেজমিনে তদন্তে যায়। তদন্ত শেষে ফিরে আসলে আসা্মিরা পুনরায় বাদীর বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় আহত হন নয়নের মা রাজিয়া খাতুন (৭০) ও তার ভাই মঞ্জুরুল হক (৪০)। পরে মঞ্জুরুল হককে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বাহারুল ইসলাম হামলার সত্যতা নিশ্চিত করেন।
বিবার্তা/হুমায়ুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]