
জামালপুরের ইসলামপুরে বন্যার্তদের মাঝে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি মোস্তফা আল মাহমুদ ত্রাণ বিতরণ করেছেন।
১৩ জুলাই, শনিবার সকালে পার্টির নেতা মোস্তফা আল মাহমুদ এর নেতৃত্বে প্রিয় জন্মভূমি ইসলামপুর গ্রুপ এর উদ্যোগে বন্যা কবলিত ইসলামপুর উপজেলার চিনাডুলী, বেলগাছা, নোয়ারপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এক হাজার মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এসময় মোস্তফা আল মাহমুদ বলেন, জামালপুরে পানিবন্দি মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। দুই সপ্তাহের বেশি হলো পানিবন্দি প্রায় লাখো মানুষ। একটু খাবার এর খোঁজে পানি ও স্রোত ভেঙে ছুটছে মানুষ। সবচেয়ে বিপদে আছেন শিশু ও বয়স্করা। সরকারি সহায়তা খুবই অপ্রতুল। এমন পরিস্থিতিতে আমরা বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আমরা নৌকা যোগে পানিবন্দি অবস্থায় আটকে থাকা প্রায় এক হাজার মানুষের মাঝে শুকনো খাবারসহ চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রমে স্থানীয় এবং প্রিয় জন্মভূমি ইসলামপুর গ্রুপ এর স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেই সাথে তিনি সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মানবিক কাজে সাড়া দেওয়া সংগঠনগুলোকে বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন।
বিবার্তা/ওসমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]