জামালপুরে বন্যা পরিস্থিতি উন্নতি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১০:২৪
জামালপুরে বন্যা পরিস্থিতি উন্নতি
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।


১৩ জুলাই, শনিবার সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে থাকায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে।


দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে ৮ হাজার হেক্টর ফসলি জমি। দুর্গত এলাকায় খাবার, সুপেয় পানি, শিশু খাদ্য ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।


জেলা ত্রাণ পূনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, দুর্গতদের জন্য ৫শ ৪০ মেট্টিক টন চাল, ৭ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।


বিবার্তা/ওসমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com