জামালপুরে আরিফ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৮:২২
জামালপুরে আরিফ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে প্রাইভেটকার চালক আরিফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


১১ জুলাই, বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: সুলতান মাহমুদ এই রায় দেন।


মামলার রায়ের সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ আগস্ট রাতে প্রাইভেটকার চালক আরিফ (২৮) জামালপুর সদর উপজেলার শেহরাতলী এলাকায় তার গাড়ির মালিক মো: আল ফারুক (৪০)কে নামিয়ে দিয়ে নান্দিনা বাজারের একটি গ্যারেজে গাড়ি রেখে মোটরসাইকেলে করে সদর উপজেলার মাছিমপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হামিদপুর গ্রামের বালুর ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে নির্মমভাবে আরিফকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা।


এই ঘটনায় জামালপুর সদর থানায় নিহতের পিতা মো: বদিউজ্জামান (৫০) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এরপর হত্যার সাথে জড়িত থাকা সন্দেহে পুলিশ চার জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে মোহাম্মদ আলী ও মো: সাব্বির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ওই দুই আসামি উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাদের জামিন না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ প্রদান করেন।


হাইকোর্টের নির্দেশে জামালপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: সুলতান মাহমুদ তার আদালতে এই মামলায় অভিযোগ গঠনের পর ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন করে আজ চার আসামির উপস্থিতিতে প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।


দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী, জামালপুর পৌর এলাকার মুসলিমাবাদ এলাকার মৃত ফারুকের ছেলে সাব্বির হোসেন, একই এলাকার নুর হোসেনের ছেলে সবুজ হোসেন, বাদশা মিয়ার ছেলে রবিন।


মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: আবুল কাশেম তারা ও অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদা খান মজলিস তানিয়া।


বিবার্তা/ওসমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com