নেত্রকোণায় মোবাইলের দোকানে চুরি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৮:১১
নেত্রকোণায় মোবাইলের দোকানে চুরি
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার পৌরশহরের সাতপাই রেলক্রসিং টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে ফাহাদ টেলিকম নামে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) দিনগত রাতের কোন এক সময়ে চুরির ঘটনা ঘটে।


১১ জুলাই, বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় দোকান মালিক বৃহস্পতিবার বিকালে থানায় লিখিত এজাহার দিয়েছেন।


ফাহাদ টেলিকমের মালিক মইনুল ইসলাম জুয়েল বলেন, প্রতিদিনের মতো রাত অনুমান ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানের এসে দেখি তালা খোলা এবং ভাঙা ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।


তিনি আরও বলেন, তালা ভেঙ্গে দোকানে ঢুকে স্মাইল কিউ আইকন কোম্পানির বাটন মোবাইল ফোন ১১৩ পিস, ইমাম স্মাইল কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন ৩০ পিস, গ্রামীণফোন কোম্পানি কর্তৃক নেটওয়ার্ক সার্ভিস এর একটি হাওয়াই ডিভাইস, মোবাইল অ্যাক্সেসরিজ , চাইনিজ তালা ৫০ ,পিস কাটিং ব্লেড ২৪ প্যাকেট, ৭০ পিস ৩২ জিবি মেমরি নগদ ৮৫০ টাকাসহ মালামালগুলো চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬৫ হাজার টাকা।


এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ওসি মো. মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোরাই মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।


বিবার্তা/জনি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com