
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২০২৪/২৫ অর্থ বছরের চৌষট্টি কোটি আশি লাখ চুরানব্বই হাজার একশত উনআশি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
১০ জুলাই, বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ডাক্তার এ.কে.এম মেজবাহ উদ্দিন।
ঘোষিত বাজেটের রাজস্ব আয় দেখানো হয়েছে পনেরো কোটি ছয় লাখ, ব্যয় এগারো কোটি ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে সাতচল্লিশ কোটি পঁয়তাল্লিশ লাখ, ব্যয় পঁয়তাল্লিশ কোটি ছেষট্টি লাখ। আর রাজস্ব উদ্ধৃত দেখানো হয়েছে পাঁচ কোটি উনচল্লিশ লাখ বিরানব্বই হাজার তিনশত আটাশি টাকা।
বাজেট ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ. রউফ, আওয়ামী লীগ নেতা ইকবাল তালুকদারসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সাজ্জাদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]