ভালুকায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ২০:০১
ভালুকায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ মামলার অভিযোগে পারভেজ মিয়া (৩৫) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে ভালুকা মডেল পুলিশ।


৮ জুলাই, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকা থেকে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে আসা হয়।


মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার পৌরসভার ৫ নং ওয়ার্ডের শামীমের ভাড়া বাসা বসবাস করে আসছিলেন ভুক্তভোগীর চাচা। কিছুদিন পর তার পিতৃহীন ভাতিজিকে তার ভাড়া বাসায় নিয়ে আসে। তারপর থেকে সে চাচার বাসায় থেকে সাংসারিক কাজকর্ম করতো। গত ১৩ জুন ভুক্তভোগী কাঁঠাল কেনার জন্য পাশের দোকানে গেলে ধর্ষক পারভেজ ডেকে নিয়ে যায়। পরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে ওই শিশুকে ১০ টাকা দিয়ে কাউকে কিছু না বলতে বলে বাড়ি পাঠায়। রাস্তায় কান্না করতে দেখে স্থানীয় লোকজন জিজ্ঞেস করলে ভুক্তভোগী শিশু প্রতিবেশী ও তার চাচিকে বিস্তারিত জানায়।


পরে ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পরে ধর্ষক পারভেজকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়।


ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভালুকা পৌর এলাকা থেকে আসামি পারভেজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি পারভেজকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/সাজ্জাদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com