
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে শাহ আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৮ জুলাই, সোমবার বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কামরাবাদ গ্রামের ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শাহ আলী একই এলাকার মৃত জমসের আলী শেখের ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে যান বৃদ্ধ শাহ আলী। অনেক সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় খুঁজতে বের হয় পরিবারের লোকজন। এসময় ঝিনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে বাঁশ দিয়ে নদী থেকে মরদেহ কিনারায় আনা হয়। পরে নিশ্চিত হয় এটা নিখোঁজ শাহআলীর মরদেহ।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]