
সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ খ্রিষ্টাব্দের পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
৮ জুলাই, সোমবার বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা চত্ত্বর থেকে বিকেলে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা।
এদিন দুপুর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন তারা। শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে ও গায়ে সাদা কাপড় পরে সমাবেশে অংশ নেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জাদ হোসাইন মুন্না বলেন, আজ ষষ্ঠ দিনে এসেও আমাদের দাবি মানা হয়নি। তাই আজও আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করব। প্রাথমিকভাবে তাঁতীবাজারে গিয়ে আন্দোলন করার প্ল্যান। এরপর গুলিস্তান যাওয়ার প্ল্যান আছে আমাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে।
আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে রবিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক দফা দাবি ঘোষণা করে বলেন, আমাদের চার দফা দাবি ছিল। এখন থেকে আমাদের দাবি একটাই, সব গ্রেডে বৈষম্যমূলক ও অন্যায্য কোটা বাতিল করে যৌক্তিকভাবে সংস্কার করতে হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]