
বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া এলাকায় নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। এর ফলে এ এলাকার মানুষ উপকৃত হবে বলে জানান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদীর চৈাধুরী।
৭ জুলাই, রবিবার বিকাল সাড়ে ৫ টায় রামপালের ঝনঝনিয়া এলাকায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া নামকস্থানে এই ক্যান্সার চিকিৎসালয় পরিদর্শন করেন মন্ত্রী।
আধুনিক এই প্রতিষ্ঠান চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত সৃষ্টি হবে বলে দাবি বাস্তবায়নকারী সংস্থার।
জানা যায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে ঝনঝনিয়া ৮ একর ২০ শতক জমির ওপর ক্যান্সার কেয়ার এ্যান্ড রিসোর্স সেন্টারটি নির্মাণ হচ্ছ। নির্ধারিত ওই জমিতে ‘আমাদের প্রাম ক্যান্সার কেয়ার এ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ হাজার ৮শ’ বর্গমিটারের ২টি ভবন নির্মাণ, ৪টি বৈদ্যুতিক সাব স্টেশন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় ১৪টি আধুনিক কম্পিউটার, ৬৪ প্রকার আসবাবপত্র, চিকিৎসা কাজে ব্যবহৃত ২৬ ধরনের মেশিন ও সরঞ্জামাদি ক্রয় করা হবে।
এসব কর্মযজ্ঞে ব্যয় হবে ২২ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে ১৮ কোটি ২৭ লাখ টাকা প্রদান করবে সরকার এবং বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ৪ কোটি ৬২ লাখ ৪৭ হাজার টাকা।
২০২২ সালের শেষেরদিকে এই প্রতিষ্ঠান থেকে রোগীদের সেবা প্রদান শুরু হবে জানায় গণপূর্ত বিভাগ।
বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফতেহ আজম খান বলেন, ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমাদের প্রাম ক্যান্সার কেয়ার এ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণ’ প্রকল্পটির কাজ শুরু করেছে। সার্ভিস পাইল নির্মাণের কাজ চলছে। আমরা নিয়মিত মনিটরিং করছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে ভবন নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে পারব।
বাগেরহাটের সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে ‘আমাদের প্রাম ক্যান্সার কেয়ার এ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণ’ কাজ শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে ৩০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]