
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিনব কৌশলে বেগুন ক্ষেতের মাঝে গাঁজার চাষ করার অপরাধে আশির উদ্দীন (৩৮) নামের এক গাঁজা চাষিকে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।
৭ জুলাই, রবিবার উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবীদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আশির উদ্দীন রঘুনাথপুর ইউনিয়নের ভবীদপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।
জানা যায়, আশির উদ্দীন দীর্ঘদিন ধরে বাড়ির পাশে বেগুন ক্ষেতের মাঝে মানুষের চোখের আড়ালে নিষিদ্ধ গাঁজার গাছ রোপণ করে দীর্ঘদিন যাবত পরিচর্যা করে আসছিল। পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে তার নিজ বাসায় অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ আশির উদ্দীনকে আটক করে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষি আশির উদ্দীনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]