খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০১:৫১
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার ডুমুরিয়ার উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।


শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় তিনি মোটরসাইকেলে করে ডুমুরিয়া থেকে খুলনায় যাচ্ছিলেন।


জানা যায়, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ হয়। এরপর রবিউল আরও কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাজারে বসে আড্ডা দিয়েছিলেন। পরে খুলনায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ গুলির শব্দ শুনে সবাই ছুটে এসে দেখতে পান, একজন পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রবি আওয়ামী লীগের কর্মীসভা শেষে রাতে মোটরসাইকেলে খুলনা নগরীর বাড়িতে ফিরছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে দুই থেকে তিনজনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। পরপর তিনবার শরাফপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তিনি। বাড়ি শরাফপুর ইউনিয়নে হলেও পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায়। শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।


ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ জানান, রবি তিনবারের ইউপি চেয়ারম্যান। তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।


খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান জানান, ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছেন।


এদিকে, খবর পেয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো. রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক সোহাগসহ জেলা ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com