সবুজ বেষ্টনী গড়ে তুলতে রামপাল পাওয়ার প্লান্টে বৃক্ষরোপন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ২২:১০
সবুজ বেষ্টনী গড়ে তুলতে রামপাল পাওয়ার প্লান্টে বৃক্ষরোপন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড রামপাল পাওয়ার প্লান্ট এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়ন করতে ব্যপক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।


সবুজ বেষ্টনী গড়ে তুলতে প্লান্ট চত্বর ও সংলগ্ন অঞ্চলে মোট ৫ লাখ বৃক্ষরোপন করা হবে। এরই মধ্য দিয়ে নির্মল প্রাকৃতি সবুজঘন পরিবেশ ও পাখিদের জন্য অভায়ারণ্য গড়ে তোলা হবে। বন বিভাগের সাথে পাওয়ার প্লান্টের যৌথ উদ্যোগে এই বিশাল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।


৬ জুলাই, শনিবার ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে রামপাল পাওয়ার প্লান্টে বর্ষাকালীন 'বৃক্ষরোপন অভিযান-২০২৪' শুরু করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রা.) লিমিটেড। এ লক্ষ্যে প্লান্টের চারপাশে কয়েক ধাপে মোট ৫ লাখ বৃক্ষরোপন করা হবে। ইতোমধ্যে ৮৭ হাজার বৃক্ষরোপন করা হয়েছে।


এদিকে বৃক্ষরোপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বন বিভাগের উপ প্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিআইএফপিসিএল এর সিপিও মো. জিয়াউর রহমান, যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফতাব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএল’র জেনারেল ম্যানেজার দেবাশীষ সাহা।


বিবার্তা/জাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com