সরিষাবাড়ীতে
নদী ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবার পেল খাদ্যসামগ্রী
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৭:৩৮
নদী ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবার পেল খাদ্যসামগ্রী
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৫ জুলাই, শুক্রবার বিকেল পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এরইমধ্যে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি, ঘর-বাড়ী, স্কুল, মাদরাসা মসজিদ সহ নানা স্থাপনা। এতে ভারি বন্যার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। দ্রুত পানি বৃদ্ধির সাথে ভাঙতে শুরু করেছে পিংনা ইউনিয়নের মীরকুটিয়া কাঠালতলা এলাকাসহ আশপাশের নদী ভাঙন কবলিত গ্রাম গুলো। এসব এলাকার ভাঙন রোধে শুক্রবার সকাল থেকে ফেলা হচ্ছে জিও ব্যাগ।


ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী। শুক্রবার সকালে পিংনা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ এমপি। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবন ১ কেজি, চিনি ১ কেজি,সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম দেয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা প্রমুখ।


এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুর রশিদ এমপি বলেন, প্রাথমিক পর্যায়ে ভাঙন বোধ করতে ৩০ লক্ষ টাকার জিও ব্যাগ সম্বলিত বালির বস্তা ফেলা শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের করা হবে।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com