
নেত্রকোণায় ৪১০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এসব ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে জেলা সদরের রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আল আমিন (৩০) ও একই উপজেলার চন্দ্রপতিখিলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রাসেল মিয়া (২২)।
পুলিশ জানায়, সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে আল আমিনের বাসায় বিক্রির উদ্দেশ্যে মাদক মজুদ করে রেখেছে। এমন গোপন সংবাদে বুধবার দিবাগত রাতে নেত্রকোণা মডেল থানার এসআই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। ঘর তল্লাশি করে ৪১০ পিস ইয়াবা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই দুইজনকে আটক করে পুলিশ।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]