
সাভারে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো আবু শাকের শাকিল।
৪ জুলাই, বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।
এর আগে বুধবার (৩ জুলাই) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবু শাকের শাকিল নীলফামারী জেলার ডোমার থানার কলেজপাড়া এলাকার মৃত শফিউর রহমানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারপুর এলাকায় রাতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আবু শাকের শাকিলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পঞ্চাশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]