
ঢাকার ধামরাইয়ে প্রায় ৪০০ বছর ধরে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও রথযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে রং তুলির আঁচড়ে রথের সাজসজ্জার কাজ শেষ করা হয়েছে।
আগামী ৭ জুলাই ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই রথ যাত্রার উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা.সামন্ত লাল সেন।
জানা যায়, ঐতিহ্যবাহী বড় রথটি ১৯৭১ সালে পুড়িয়ে দেওয়া হলেও এর উৎসব থেকে মানুষকে বিরত রাখা যায়নি। পরে প্রায় ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি কাঠের তৈরি ক্ষুদ্র রথের রথযাত্রা অনুষ্ঠিত হতো।
এরপর কয়েক বছর আগে ভারত সরকারের আর্থিক সহযোগিতায় প্রায় কোটি টাকা খরচ করে আধি রথের অনুরূপ একটি রথ নির্মাণ করা হয়েছে। প্রায় ৪০ ফুট উঁচু এবং ২০ ফুট চওড়া কাঠের তৈরি এই রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি।
বর্তমানে যশোমাধব পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে ধামরাইয়ের এই রথযাত্রা। এই রথযাত্রাটিই বাংলাদেশ ভূখণ্ডের সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তর রথযাত্রা। সারা দেশে থেকে পুণ্যার্থীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন।
স্থানীয়রা জানান, রথযাত্রাকে ঘিরে প্রতি বছরের মতো এ বছরও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক কমিটি। এরই মধ্যে রথের সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।
রথযাত্রার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, রথযাত্রা ও রথমেলা উপলক্ষ্যে রথের সাজসজ্জা ও পরিচর্যার কাজ সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রথটানা হবে। এ ছাড়া মাসব্যাপী সেখানে মেলা হবে। এরমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেষ সিরাজুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব জায়গায় পুলিশ মোতায়েন করা থাকবে। আমরা রথের নিরাপত্তা নিশ্চিত করবো।
এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, রথ যাত্রার সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]