টানা চতুর্থ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে সর্বাত্মক কর্মবিরতি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১৩:১০
টানা চতুর্থ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে সর্বাত্মক কর্মবিরতি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী সোমবার (১ জুলাই) সকাল থেকে সর্বাত্মক এ কর্মবিরতি পালন শুরু করেন তারা।


এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। দ্রুত সমস্যা সমাধান চান তারা।


৪ জুলাই, বৃহস্পতিবার চতুর্থ দিনের মত সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।


অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।


সরেজমিনে ঘুরে দেখা যায়, সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এমনকি অনলাইনেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকেরা। পাশাপাশি দাপ্তরিক কাজ বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।


শিক্ষকদের দাবিগুলো হলো- অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার, প্রতিশ্রুতিরত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন করা।


এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের দাবি হলো- অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার করা।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com