সরিষাবাড়ীতে জাস ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১৮:৩৮
সরিষাবাড়ীতে জাস ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি' এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


বুধবার (৩ জুলাই) বিকেলে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ ও জাস ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর গাছবয়ড়া এম এ সাত্তার মেমোরিয়াল কলেজে এ বৃক্ষরোপণ করা হয়।


এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী শওকত আলীর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুর রশিদ এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ এর অধ্যক্ষ শিক্ষাবিদ স্টিফেন লিউক মালাকার, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী জোবায়দুল ইসলাম, জাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাই, ইউপি সদস্য মোবারক আলী প্রমুখ।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com