পাংশায় ৩টি বন্দুকসহ যুবক গ্রেফতার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১৭:২২
পাংশায় ৩টি বন্দুকসহ যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা থেকে সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য মো. ইমন মন্ডল (১৯) নামে এক যুবককে ৩টি একনলা বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।


২ জুলাই, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাংশা উপজেলার কলিমহর পূর্বপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ইমন মন্ডল পাংশা উপজেলার কলিমহর পূর্বপাড়া এলাকার মো. মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডলের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে থেকে এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্রাটের অন্যতম সদস্য ইমন মন্ডল। সে সম্রাট বাহিনীর আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে হেফাজতে থাকা তিনটি সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আমাদের কাছে তথ্য ছিল সম্রাট বাহিনীর আগ্নেয়াস্ত্র ইমন মন্ডলের কাছে আছে। গত রাতে ইমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তার কাছে অস্ত্র আছে।পরে সে নিজেই পুকুরের পাশে ঘাসের ভেতর থেকে ৩টি একনলা সচল বন্দুক বেড় করে দেয়। তার অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com