
রাজবাড়ীতে কৃষকলীগের সাবেক নেতা মো. হাবিবুর রহমানকে (৪০) মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় তাকে আরও ১০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩ জুলাই, বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন।
কৃষকলীগের সাবেক নেতা মো.হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট সংলগ্ন কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে। সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ তাকে উপজেলার সভাপতির পদ থেকে বহিষ্কার করে। হাবিবুর রহমানের উপস্থিতি এ রায় ঘোষণা করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে ১ মে গোপন সাংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসবাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ফরিদপুর র্যাব-৮। এসময় হাবিবুর রহমানকে আটক করেন র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার পেশা ছিল বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রি করা।
বিবার্তা/এম আই/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]