
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
৩ জুলাই, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনিতা পরিবহনের এক বাস বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এসময় সেখানে পল্লীবিদ্যুতের খুঁটি বোঝাই থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভিতরে ঢুকে নারী যাত্রী ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুই যাত্রী আহত হন।। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
এসআই আনিসুজ্জামান বলেন, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]