
ঢাকার সাভারে কিশোর গ্যাং নেতার ছুরিকাঘাতে আহত হয়েছে আপন দুই ভাই ইলিয়াস ও জুবায়ের। আহত দুই ভাইকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
সাভারের জালেশ্বর এলাকায় সোমবার (১ জুলাই) দিবাগত রাত প্রায় নয়টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় কিশোর গ্যাং নেতা রিফাতকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় হোটেল ব্যবসায়ী খোকনের ছেলে রিফাতের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক হয় জুবায়েরের। একপর্যায়ে রিফাত তার কাছে থাকা সুইচ গিয়ার নামক চাকু দিয়ে জুবায়েরকে আঘাত করতে থাকে। জুবায়েরের বড় ভাই ইলিয়াস এগিয়ে এলে তাকেও চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত করে রিফাত।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রিফাতকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]