
গত তিন দিনে সাভার ও ধামরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ ভর্তি হয়েছেন চারজন।
এদের মধ্যে শিশুটিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও বাকি তিনজন এখনও আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
এদের কামড় দেয়া সাপ রাসেলস ভাইপার কিনা তা না জানা না গেলেও বিষাক্ত সাপ তাদের কামড় দিয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা।
তিনি জানান, সাভার পৌর এলাকার আড়াপাড়া জমিদার বাড়িতে গতকাল সন্ধ্যায় কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বাসুদেব নামের এক ব্যক্তি।
আপরদিকে, উপজেলার রাজফুলবাড়িয়ার মিরেরটেক এলাকায় রবিউল ইসলাম নামের এক যুবক নিজ বাড়ির আঙ্গিনায় বিষাক্ত সাপের কামড়ে আহত হন।
এছাড়াও সাভারে চার বছরের এক শিশু সাপের কামড়ে অসুস্থ হয়েছেন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অন্যদিকে, ধামরাইর রোয়াইল সালমা আক্তার নামের এক নারী সাপের কামড়ে অসুস্থ হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এই ঘটনার পর সাভার ও ধামরাইর বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার সাপ আতঙ্ক বিরাজ করছে।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]