কিশোরগঞ্জে হাতির আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০১:৪৩
কিশোরগঞ্জে হাতির আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জে হাতির আক্রমণে মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাতিসহ মাহুতকে আটক করেছে পুলিশ।


২ জুলাই, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশাগত কারণে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এতিমখানা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের ওষুধের দোকানে বসেছিলেন মো. মাসুদুর রহমান মিস্টন। এসময় একটি হাতি তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য শুঁড় এগিয়ে দিলে তিনি ১০ টাকা দেন। পরে চাঁদা নিয়ে অন্য একটি দোকানির সঙ্গে তর্ক শুরু হয়। বিষয়টি দেখতে মাসুদুর রহমান তার ফার্মেসি থেকে বের হলে ক্ষিপ্ত হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে সজোরে আছাড় মারে। এতে গুরুতর আতহ হন তিনি।


পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার (২ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।


এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন নিহত মাসুদুর রহমানের স্ত্রী মনি। ঘটনার পরই হাতি ও তার মাহুত রিয়াজুল মোল্লাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।


মাহুতের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।


তিনি বলেন, এ ঘটনায় হাতিসহ মাহুত রিয়াজকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com