
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিগণ বিদ্যুৎ ব্যবস্থ্যা সচল রেখে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি শুরু করেছে।
১ জুলাই, সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় চত্বরে সকল কর্মকর্তা ও কর্মচারিগণ কাজে যোগদান না দিয়ে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ফ্যাস্টুন নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে এক সমাবেশে মিলিত হয়।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপিড়ণ অব্যাহত রাখা, গুণগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে ও স্মার্ট-টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারিদের চাকরি নিয়মিতকরণের দাবিতে তাদের এ কর্মবিরতি।
এসময় কর্মবিরতি সমাবেশে এজিএম অর্থ আ. হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিজিএম জামিরিদিয়া মাস্টারবাড়ী জোনাল অফিস মো. মহিউদ্দীন, ডিজিএম ত্রিশাল জোনাল অফিস মো. মোশারফ হোসেন, এজিএম জিয়াউর রহমান, এজিএম হুমায়ূন, এজিএম অর্থ সাহিদা আক্তার, শারমিন আক্তার, জিল্লুর রহমান প্রমুখ।
সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারি একযোগে এ দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছে বলে জানান।
বিবার্তা/সাজ্জাদুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]