ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবিতে কৃষকদের অবস্থান কর্মসূচি
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১৯:২২
ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবিতে কৃষকদের অবস্থান কর্মসূচি
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে প্রলয়ংকরী পাহাড়ি ঢল থেকে মুক্তি ও এলাকার ফসলি জমি রক্ষায় উপজেলার সোমেশ্বরী নদী খননের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকার কৃষক-শ্রমিক ও সাধারণ জনতা।


২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শত শত মানুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।


কর্মসূচিতে বক্তারা বলেন, সোমেশ্বরী নদীতে তীব্র পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা বালু অত্র জনপদবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের ফসলি জমিতে বালুর স্তর পড়ে শত শত একর জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। তাই তারা ফসল ফলাতে পারছে না।


এছাড়া নদী খনন কার্যক্রম বন্ধ থাকায় সাম্প্রতিক সময়ের সোমেশ্বরী নদীর তীব্র পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা বালু যা আবারও দীর্ঘ ২২ কিলোমিটারব্যাপী দুর্গাপুর উপজেলা ও আশেপাশের কৃষি জমিতে বিরূপ প্রভাব ফেলেছে।


সোমেশ্বরী নদীর প্রলয়ংকরী পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা বালুর কবল থেকে তাদের আবাদযোগ্য ফসলি জমি রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ জানিয়েছেন এলাকার কৃষক-শ্রমিক ও সাধারণ জনতা।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com