খাগড়াছড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১৬:২৩
খাগড়াছড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন শেখ হাসিনার করা পার্বত্য চুক্তির ফসল উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেশের কল্যাণে ও উন্নয়নে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


২৭ জুন, বৃহস্পতিবার জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়াম এর ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসরতদের শান্তির জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্তমান সরকারই করেছিল। এ চুক্তি বাস্তবায়নে সকলে আন্তরিক হবে হবে। পাহাড়ের উন্নয়নের ধারাবাহিকতা পার্বত্য চুক্তির অংশ বলে মন্তব্য করে সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে শান্তিপূর্ণ সহবস্থান সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।


তিনি আরো বলেন, ক্ষুধা দারিদ্র্য মুক্ত দেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছে। এদেশ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। সবখানে মুক্তিযুদ্ধের চেতনা দেখতে পাই বিষয়টি মাথা কাজ করার আহ্বান জানান।


এদেশের উন্নয়ন হয়েছে, হচ্ছে। মানুষের আয় বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে ভিত্তি প্রস্তর স্থাপন করা ভবনে বিষয়ে নানা পরামর্শ দেন প্রধান অতিথি।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম।


এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, আশুতোষ চাকমা, মাইন উদ্দিন, খোকনেশ্বর ত্রিপুরা, শাহিনা আক্তার, শতরুপা চাকমাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।


তিনশ আসনের ধারণ ক্ষমতার ১২২ ফুট দৈর্ঘ্য ও ৯২ ফুট প্রস্তর অডিটোরিয়াম ২০২৩-২৫ পর্যন্ত প্রাথমিক বরাদ্দ ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com