প্রেমিকার সাথে চাচাতো ভাইকে দেখে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১৭:৩৭
প্রেমিকার সাথে চাচাতো ভাইকে দেখে ছুরিকাঘাতে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘরে একসঙ্গে দেখে প্রেমিকার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন এক প্রেমিক।


২৬ জুন, বুধবার ভোরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত সুমন মিয়া (২৬) ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।


ঘটনার পর পুলিশ অভিযুক্ত নজরুল ইসলামকে (৪৪) আটক করেছে। নজরুল গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, নজরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে হলেও তিনি বর্তমানে সাভারে থাকেন। তার স্ত্রী ও দুই ছেলে আছেন।


তিনি জানান, পুলিশের কাছে আটকের পর প্রাথমিক অবস্থায় নজরুল জানিয়েছেন, বেতবাড়িয়ার সুরমা আক্তার পাখি নামের এক নারীর সঙ্গে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। গত আড়াই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। তিনি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় আসতেন। এরই মাঝে নজরুল খবর পান পাখি তার চাচাতো ভাই সুমনের সঙ্গে প্রেমে জড়িয়েছেন।


এই খবরে বুধবার ভোরে পাখিকে হত্যা করার উদ্দেশ্যে ছুরি নিয়ে তার ঘরে ঢোকেন। ঘরে ঢুকে পাখির সঙ্গে তার চাচাতো ভাই সুমনকে দেখতে পান। এই অবস্থায় নজরুল হামলা করলে ছুরিকাঘাতে আহত হন সুমন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।


পুলিশ পরিদর্শক সুমন আরও জানান, নজরুলের দেওয়া এই তথ্য পুলিশ যাচাই-বাছাই করছে। নজরুল ও পাখিসহ তার পরিবারকে মুখোমুখি করে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com