ফেনীতে বজ্রপাতে ১ নারী নিহত
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ২১:৫৬
ফেনীতে বজ্রপাতে ১ নারী নিহত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে বজ্রপাতে রোকসানা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়েছেন।


এছাড়া ঝড়ের কবলে পড়ে বাজারে নেওয়ার পথে একটি কোরবানির গরুসহ তিন গবাদিপশু মারা গেছে।


১৫ জুন, শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।


বজ্রপাতে নিহত রোকসানা বেগম জেলার ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া গ্রামের বাসিন্দা। ঝড়ের মধ্যে তিনি মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


দুপুর আড়াইটার দিকে শুরু হয় ঝড়। প্রচণ্ড ঝড়ে গাছ ভেঙে পড়ে ছাগলনাইয়া ও পরশুরাম সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তারও ছিড়ে গেছে।


ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, ঝড়ে ছাগলনাইয়ার কালাপুল থেকে রেজুমিয়া পর্যন্ত অন্তত অর্ধশত গাছ উপড়ে ও ভেঙে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।


ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজারে বড় একটি গাছ উপড়ে পড়ে। গাছচাপায় কোরবানি বাজারে নেওয়ার সময় মারা যায় একটা গরু। গাছটি কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি বলেও জানান তিনি।


ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান জানান, ঝড়ে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীর ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com