
রাজধানীতে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে ডেসকোর সুইসিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডেসকোর দুই কর্মচারী দগ্ধ হয়েছেন।
১৫ জুন, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন মো. আশিক ও মো. ইসমাইল।
দগ্ধ আশিকের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানার পশ্চিম বেলপুকুর বানিয়াপাড়া গ্রামে। তিনি বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ভাড়া থাকেন। ইসমাইলের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুডা থানায়। তিনি বর্তমানে কুড়িলের জোয়ার সাহারা এলাকায় ভাড়া থাকেন।
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, আজ বিকেলের দিকে তেজগাঁও এলাকা থেকে ডেসকোর দুই কর্মীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে আশিক ২২ শতাংশ এবং ইসমাইল ২৬ শতাংশ দগ্ধ হয়েছেন। বর্তমানে তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা ডেসকোর জুনিয়র ইঞ্জিনিয়ার মান্নান জানান, দগ্ধ আশিক আমাদের সাব স্টেশনের লাইনম্যান এবং ইসমাইল অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান হিসেবে কর্মরত আছেন। আজ বিকেলে অফিস শেষে বাসায় ফিরছিলাম সবাই। এমন সময় একটি ভিআইপি কল এলে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে ডেসকোর সুইসিং স্টেশনে আর এম ইউ ১১০০০ ভোল্টের সার্কিট ব্রেকার অপারেটিং করার সময় বিস্ফোরণে দগ্ধ হন তারা। পরে দগ্ধ অবস্থায় দ্রুত তাদেরকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]