সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৬:৫৩
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্দেগ্যে বলেশ্বর নদীর পাড়ের জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশু ও ১৮১নং উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


১৪ জুন, শুক্রবার জেলার মঠবাড়িয়ার খেজুরবাড়িয়া বলেশ্বর নদীর পাড়ে কাটাখাল নামকস্থানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটি। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই শিক্ষা উপকরণ পেয়ে খুশি।


১৮১নং উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল ও অজয় জানান, ঘূর্ণিঝড় রেমালে তাদের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে সাথে তাদের বই খাতা ভিজে গেছে। এখন খাতা কলম পেয়েছি অনেক ভালো লাগছে। বাবা নদীতে মাছ ধরেন আমাদের লেখাপড়া করার তো অনেক কষ্ট হয়। স্বেচ্ছাসেবী সংগঠনট হাতেখড়ি ফাউন্ডেশন আমাদের পাশে সব সময় থাকেন।


মিঠাখালি পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বলেন, আমি সকাল বেলা মাছ কিনতে এসে দেখি হাতেখড়ি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করতেছে। তাদের এই উদ্যোগ সত্যিই ভালো লাগার একটা বিষয়। তাদের এই উদ্যোগে শিশুরা বিদ্যালয়মুখী হবে।


হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ৬ বছর ধরে এই সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মা-বাবাদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে আসছে হাতেখড়ি ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত শিশুরা যেন লেখাপড়া করে শিক্ষিত হয়ে সমাজের মূল ধারায় ফিরতে পারে এজন্য আজকে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। ওয়েলবিং ফাউন্ডেশন মানবিক পাঠশালাসহ অনেকেই আমাদের এই ভালো কাজের সাথে যুক্ত থাকেন।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবিদ হাসন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, আসাদুল্লাহ, নাজমুল, জিয়া প্রমুখ।


বিবার্তা/তাওহিদুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com