
রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম আবুল কাশেম (৪০)। তিনি মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর থানতলা মোড়ের আব্দুর রউফের পুত্র।
রবিবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এ এস আই ছালজার করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সাজা মূলে গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি বলেন, দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]